ভিআইপি শর্টফর্মের দুইটো জিনিস হয়ঃ
ভিআইপি শর্টফর্মের দুইটো জিনিস হয়ঃ
VIP= Very Important Person.
VIP= Very Important Place.
প্রতিটি রাষ্ট্রের সরকারের উচিত কিছু ফাঁকা জায়গা সংরক্ষণ করে রাখা অনেকটা Area 51 এর মত। অনেক বেশি বড় জায়গা না হলেও চলবে।
১) বড় ধরনের সরকারি-বেসরকারি গবেষণায় দরকার হতে পারে।
২) কৃিষি পন্য আমদানি ঘাটতি মোকাবিলায় সাহায্য হতে পারে।
৩) ফাঁকা জায়গা না হলে কখনো নার্সারী তৈরি হত না, গাছগাছালি চোখে পড়তো না।
৪) কিছু ফাঁকা জায়গায় ছিল বলে আজ তা ক্রিকেট-ফুটবল খেলার মাঠে তৈরি হয়েছে।
৫) কিছু ফাঁকা জায়গায় সংরক্ষিত করা হয়েছিল বলে জাদুঘর তৈরি হয়েছে।
৬) কিছু ফাঁকা জায়গা না থাকলে বায়ুর সাহায্য নিয়ে বিদ্যুৎ তৈরি হত না।
৭) বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় এত সুন্দর হত না যদি জায়গার সংকট হত।
৮) যদি ফাঁকা জায়গার সংকট হত ২০২০ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাছিনা অসহায় রহিঙ্গা মুসলিমদের আশ্রয় দিতে পারতেন না।
আস্তে আস্তে কৃষি জমি হারিয়ে যাচ্ছে সরকার যদি কৃষি জমি সংরক্ষণ করে থাকেন পরবর্তীতে অনেক গবেষণায় দরকার হবে।
No comments
Thanks for your comment.