Various Events

আপনার জীবনে অবশ্যই কল্যাণ আসবে।

 





) কাজ না জমিয়ে রাখা।

) আগে চিন্তা করা তার পর কাজ।

) পরিকল্পনা অনুযায়ী কাজ করা।

) বিশ্বাস রাখা আমাকে পারতেই হবে।

) সময় নষ্ট না করা বা দরকারী কাজে ব্যাস্থ থাকা।

) অন্যের উপর নির্ভর না হওয়া।

) বিপদে ভয় না পাওয়া।

) সৎ সাহস কখনো কখনো সফলতা এনে দেয়।

) অপ্রয়োজনীয় জিনিস ঘরে বেশি না রাখা।

১০) জ্ঞান পিপাসু হওয়া ভালো কিন্তু বুদ্ধি কে কাজে খাটাতে পারলে জীবনে সুখী হওয়া যায়।

১১) সৎ ভাবে যারা ধনী হয়েছে তাদের অনুসরণ করা

১২) যেকোনো সমস্যা কে স্থায়ী মনে না করা।

১৩) আমাকে পারতেই হবে আঠার মত লেগে থাকা।

১৩) আজকে কি করলে ভবিষ্যৎ এর জন্য উপকার হবে তা পরিকল্পনা করা।

১৪) কোথায় কত টাকা খরচ হচ্ছে হিসাব রাখা।

১৫) ইন্টারনেট ব্যাবহার এর আগে পরিকল্পনা করুন সময় অযথা নষ্ট হবে না।

১৬) ধর্ম কিছু কিছু সামাজিক নিয়ম মানতে বলে যা না মেনে চললে সমাজে অশান্তি হবে তা মেনে চলা।

১৭) আমি একটা কাজ করলাম তার নীতিবাচক কি প্রভাব পড়তে পারে? চিন্তা করা যা ৮০% লোক করে না।

১৮) নিজের স্বার্থে সবার সাথে সম্পর্ক করুন কিন্তু মাদকাসক্ত দুষ্ট লোক বাদে।

১৯) হুট করে সিদ্ধান্ত না নেওয়া।

২০) আজকে দিনের নির্দিষ্ট লক্ষ্য।

২১) ধনী হওয়ার প্রাণপণ চেষ্টা করা।

২২)

পরিশ্রম ধন আনে পূন্য আনে সুখ

অলস দারিদ্র্য আনে, পাপে আনে দুঃখ।

২৩) সাফলতা কে প্রতিযোগিতা মনে করা।

২৪) বোবাদের থেকে শিখুন।

২৫) আজ যে সৎ সুযোগে ছেড়ে দিলাম কাল সেটা নাও পেতে পারি।

উদাহরণঃ থাকা-খাওয়া-ভালো বেতন এর সুযোগে পেলেম কিন্তু অনেক দূরে বলে করলাম না।

২৬) কমিউনিস্টরা যে সমাজের কথা এত ভাবে সেই সমাজের লোক কমিউনিস্টদের চেনে না, আজব সমাজে বাস করি।

২৭) সব থেকে কাছের বন্ধুও শত্রু হয়ে যেতে পারে।

২৮) আজ যে ভূল হয়েছে সারাজীবন এর জন্য না করা।

No comments

Thanks for your comment.