পরিবেশ দূষণ রক্ষায় বাঁশ গাছের অনেক ভূমিকা আছে চলুন জানিঃ
অন্যান্য গাছের তুলনায় বাঁশ গাছ বেশি কার্বন-ডাই-অক্সাইড শুষে নেয়।
এমনও রেকর্ড আছে ইটের ভাটার কারণে হাজার হাজার হেক্টর জমির উর্বরতা নষ্ট হয়ে যায়। সেই সমস্ত জায়গায় বাঁশ গাছ লাগিয়ে উর্বরতা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে এই ঘটনাটি ঘটেছে ভারতের এলাহাবাদে এভাবে লক্ষ্য লক্ষ্য মানুষ উপকৃত হয়েছে।
বিভিন্ন দেশের জমির উর্বরতা বৃদ্ধি করার জন্য নানা রকমের বাঁশ গাছ লাগানো হয়। বাঁশ এর শেকর খুবই দৃঢ় যা মাটির ক্ষয়রোধ করতে পারে।
বাঁশের কোড়লঃ
বাঁশ গোড়ার কচি অংশকে বোঝায়। তবে সব বাঁশের কোড়ল খাওয়া যায় না। চীনারা ঠিকই এর মর্ম জানে। তারা বাঁশের কোড়লকে “স্বাস্থ্যকর খাবারের রাজা” বলে জানে। এটি রক্তচাপ নিয়ন্ত্র করে দৈহিক সুস্থতায় এর কোনো জুড়ি নেই।
দুঃখের বিষয় হলেও সত্য যত্নের অভাবে,
সংরক্ষণের অভাবে, দিনের-পর-দিন বাঁশ গাছ কমে যাচ্ছে কি কারণে বাঁশ গাছ কমে যাচ্ছে তা আলোচনা করা হলঃ-
১) বাংলাদেশে বাঁশ এর সবথেকে বেশি ব্যবহার হয় কনস্ট্রাকশন কাজে। এই কাজে প্রচুর বাঁশ দরকার হয় এবং নতুন বাঁশ এর প্রয়োজন হয় কিন্তু বাঁশ নতুন করে রোপণ যত্নে সংরক্ষণ করা হচ্ছে না।
২) বাঁশ গাছ আছে এমন জমি বিক্রির সাথে সাথে অনেক জমির ক্রেতা বাঁশ গাছ উচ্ছেদ শুরু করে দেন।
৩) নানাপ্রকার খুটি, কবর দেওয়ার কাজে বিভিন্ন রকমের ছোটখাটো কাজে ব্যবহার ঠিকই হচ্ছে তাও এর মূল্য দিচ্ছি না অযত্নেই হচ্ছে।
৪) বাঁশের চটা দিয়ে একসময় বেড়া তৌরি হতো, সেই বেড়া মানুষ ঘরবাড়ি তৈরিতে ব্যবহার করত। এখন আর বাঁশের বেড়ার দরকার হয় না। আমরা চাইলে এই বাঁশের বেড়াই বিভিন্ন রেস্টুরেন্টে ডিজাইনে, বাড়িঘরের ডিজাইনে নানা ভাবে ব্যবহার করতে পারি।
৫) বাঁশের কোড়ল কি জিনিস আমাদের দেশের অসংখ্য মানুষ আজও জানে না।
৬) প্রতিটি কৃষি শিক্ষা পাঠ্যপুস্তকে বাঁশ চাষ এর একটি অধ্যায় দিতে হবে।
সরকারের কাছে দাবী প্রতিটা জাতের বাঁশ গাছ বোটানিক্যাল গার্ডেন এর মত সরকারী জায়গায় সংরক্ষণ করা হয় এবং দেশের মানুষকে এ বিষয়ে সচেতন করা হউক।
No comments
Thanks for your comment.