পৃথিবীটা ধ্বংস হবে কিছু স্বার্থপর মানুষদের জন্য -- নাঈম হাওলাদার
কেন স্বার্থপর মানুষদের জন্য পৃথিবীটা ধ্বংস হবে তা ঘণ্টার পর ঘণ্টা আলোচনা করে, বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে, ইতিহাস বিশ্লেষণ করে, অল্প সময়ে শেষ করা যাবে না। হাজারটা যুক্তি ও বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া সম্ভব কেন পৃথিবীটা স্বার্থপর মানুষদের জন্য ধ্বংস হবে। আলোচনা করলে বলবেন এগুলো তো জানা কথাই অল্প কিছু উদাহরণ দেওয়া যাক :
উদাহরণ ০১
মার্কেটে কাঠের অনেক দাম এর কারণে অনেক বড় বড় গাছ কাটা হচ্ছে, একবার চিন্তা করুন যেই পরিমাণে গাছ কাটা হচ্ছে তার থেকে বেশি কি গাছ লাগানো হচ্ছে ? এখন বলুন স্বার্থপর মানুষদের জন্য এই পৃথিবীর ধ্বংস হচ্ছে কি হচ্ছে না।
উদাহরণ ০২
নিকোলাস টেসলার আবিষ্কার বাস্তবায়ন হলে আজকের পৃথিবীতে খুব কম মানুষই গরিব থাকতো কেন তার আবিষ্কার মানুষের জীবনে প্রয়োগ করতে দেওয়া হয়নি ? কারণ অর্থলোভী কিছু মানুষদের ক্ষতি হয়ে যাবে। এখন বলুন স্বার্থপর মানুষদের জন্য এই পৃথিবীর ধ্বংস হচ্ছে কি হচ্ছে না।
উদাহরণ ০৩
প্রতিটা মানুষের ঘরবাড়ির তরকারি ও অন্যান্য ওয়েস্ট/ময়লা গুলো থেকে বায়োগ্যাস তৈরি করা সম্ভব, মিথেন গ্যাস সংরক্ষণ করা সম্ভব। এই পদ্ধতি যদি মানুষ অনুসরণ করতো তাহলে ভূগর্ভের খনির গ্যাসের উপর চাপ কমে যেত গ্যাস আমদানি কম করলেও চলতো। এখন বলুন স্বার্থপর মানুষদের জন্য এই পৃথিবীর ধ্বংস হচ্ছে কি হচ্ছে না।
উদাহরণ ০৪
ভারতের মুসলিম শাসনের ইতিহাস পড়ে দেখুন ভাল মন্দ যাচাই করুন এবং ইতিহাস ঘেটে ঘেটে দেখুন স্বার্থপর লোকেরা কারা। স্বার্থপর লোকদের জন্য সভ্যতা বিকশিত হতে অনেক সমস্যা হয়েছে কি ? এখন বলুন স্বার্থপর মানুষদের জন্য এই পৃথিবীর ধ্বংস হচ্ছে কি হচ্ছে না।
উদাহরণ ০৫
মানুষ পুত্র সন্তান এর আশায় একাধিক কন্যা সন্তান এর জন্ম দিচ্ছে কি দিচ্ছে না ?
এখন বলুন স্বার্থপর মানুষদের জন্য এই পৃথিবীর ধ্বংস হচ্ছে কি হচ্ছে না।
উদাহরণ ০৬
দেশের বড় বড় পণ্য উৎপাদনকারী গোষ্ঠীরা সেবা করার থেকে টাকাটা ভাল চেনে এটা কি ব্যবসার নীতি ? এখন বলুন স্বার্থপর মানুষদের জন্য এই পৃথিবীর ধ্বংস হচ্ছে কি হচ্ছে না।
উদাহরণ ০৭
একজন বামপন্থী-কমিউনিস্ট ভাই বলেছেন পৃথিবীতে অস্ত্র, গোলাবারুদ, বোমা,ক্ষেপণাস্ত্র ও অন্যান্য যুদ্ধ সামগ্রির জন্য যে পরিমাণ অর্থ খরচ হয় ওই টাকা দিয়ে পৃথিবীতে চিরতরের জন্য গরিব দূর করে ফেলা সম্ভব হত । এখন বলুন স্বার্থপর মানুষদের জন্য এই পৃথিবীর ধ্বংস হচ্ছে কি হচ্ছে না।
উদাহরণ ০৮
সৌদি বাদশার ছেলে ৩০০ কোটি টাকা দিয়ে মোনালিসার পেন্টিং না কিনে ৩০০ কোটি টাকার সোলার প্যানেল কিনলে কি উপকার হত? এখন বলুন স্বার্থপর মানুষদের জন্য এই পৃথিবীর ধ্বংস হচ্ছে কি হচ্ছে না।
উদাহরণ ০৯
পৃথিবীর অনেক রাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে
সোশ্যাল ওয়ার্ক করানো হয় না যার ফলে শিক্ষার্থী শিক্ষিত হয় বড় বড় ডিগ্রিধারী হয় কিন্তু ভালো মনের মানুষ হয়না। এর পিছনে রাজনৈতিক-কূটনৈতিক-অর্থনৈতিক নানা কারণ জড়িত। এখন বলুন স্বার্থপর মানুষদের জন্য এই পৃথিবীর ধ্বংস হচ্ছে কি হচ্ছে না।
উদাহরণ ১০
একজন স্বার্থপর মুসলিম নাম কামানোর জন্য যখন এক জন এর পরিবর্তে হাজার মানুষকে যখন যাকাত দেয় তার দ্বারা মানুষ খুব বেশি উন্নতি লাভ করতে পারে না। তদ্রূপ ভাবে খ্রিস্টানদের দশমাংশ প্রকৃতি রক্ষার পিছনে গরিবদের জন্য খুব বেশি ব্যয় হয় না। এখন বলুন স্বার্থপর মানুষদের জন্য এই পৃথিবীর ধ্বংস হচ্ছে কি হচ্ছে না।
এভাবেই পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যাবে স্বার্থপর মানুষদের জন্য।
No comments
Thanks for your comment.