ট্রানজেন্ডা ব্যক্তিদের বৈশিষ্ট
ট্রানজেন্ডা ব্যক্তিদের বৈশিষ্ট :
এই শ্রেণীর মানুষেরা পুরুষ এর শরীর নিয়ে জন্মায় কিন্তু ঐ ব্যক্তির অন্তর-আত্না হয় নারীর। নারীর স্বভাব,রুচি আচরণ বিদ্যমান থাকে। এরা পুরুষের প্রতি আকৃষ্ট হয় যদিও মানুষ স্বাভাবিক ভাবে মানুষ বিপরীত লিঙ্গের মানুষের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে কিন্তু এরা তা না। নারির প্রতি তাদের কোনো টান নেই। এক প্রকার বিশেষ হরমোন এর কারণে এরা নারীসুলভ আচরণ করে থাকে। সাধারণ মানুষ এর কাছে এরা হিজরা নামে পরিচিত।
যদি কোনো দেশের সরকার তৃতীয় লিঙ্গের মানুষদের কল্যাণ উন্নতির কথা চিন্তা না করে অথবা তাদের রাষ্ট্রেীয় কোনো কাজে ব্যবহার না করা হয় তা হবে অনেক বৃহৎ পর্যায়ের অন্যায়। এমনেতেই তৃতীয় লিঙ্গের মানুষেরা সমাজ থেকে ঘৃণাটা বেশি পেয়ে থাকে।
তারাও দেশের নাগরিক তাদের সাথেও ভালো ব্যবহার করা উচিত। আপনার আমার মত তাদের জীবন নয় তাদের সাথে কখনো মন্দ ব্যবহার করা উচিত নয়।
উপযুক্ত পরিবেশ এবং চিকিৎসার মাধ্যমে সমকামীদের স্বাভাবিক যৌন জীবনে ফেরানো সম্ভব। এরকম অনেক উদাহরণ আছে যা পরবর্তীতে আলোচনার ইচ্ছে আছে।
তথ্যসূত্র:
[১] Murray, B. (2000). Sexual identity is far from fixed in women who aren’t exclusively heterosexual. Monitor on Psychology, 32(3), pp. 64-67.
[২] http://www.nytimes.com/2005/05/10/science/10smell.html?_r=1&incamp=article_popular
[৩]http://www.narth.com/docs/smell.html
[৪]Bailey, JM; Dunne,MP; Martin,NG (2000): Genetic and Environmental influences on sexual orientation and its correlates in an Australian twin sample. J. Pers. Social Psychology 78, 524-536
[৫]Bailey, NM; Pillard,RC (1995): Genetics of human sexual orientation. Ann. Rev. Sex Research 6, 126-150.
[৬] Hershberger, SL (1997): A twin registry study of male and female sexual orientation. J. of Sex Research 34, 212-222.
[৭] Wilson, G.D., & Rahman, Q. (2005). Born Gay: The Biology of Sex Orientation. London: Peter Owen Publishers
[৮] Rice, Anderson, Risch and Ebers (1999) Male Homosexuality: Absence of Linkage to Microsatellite Markers at Xq28. Science 23(5414): pp. 665-667. Retrieved 2007-01-18
http://mypage.iu.edu/~bmustans/Mustanski_etal_2005.pdf
[৯] http://www.lifesitenews.com/ldn/2007/mar/07032003.html
NY Times (http://www.nytimes.com/2005/05/10/science/10smell.html?_r=1&incamp=article_popular)
For Gay Men, an Attractionto a Different Kind of Scent (Published 2005)
Swedish researchers show that homosexual and heterosexual men respond differently to two odors that may be involved in sexua
No comments
Thanks for your comment.