কিভাবে গ্রেড পাওয়ার জন্য আবেদন করবেন
কিভাবে গ্রেড পাওয়ার জন্য আবেদন করবেনঃ
তারিখঃ
বরাবর
উপজেলা শিক্ষা অফিসার
(উপজেলা),(জেলা)
মাধ্যমঃ যথাযথ কর্তৃপক্ষ।
বিষয়ঃ চাকুরীকাল ১০ (দশ) বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী
....................................খ্রিঃ তারিখে বর্তমান পদে যোগদান করি। ....................................খ্রিঃ তারিখে বর্তমান পদে চাকুরীর মেয়াদ ১০ (দশ) বছর পূর্ণ হয়েছে। জাতীয় স্কেল ২০১৫ এর বিধান অনুযায়ী ১০ (দশ) বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার আবেদন করছি।
অতএব,
মহোদয় সমীপে বিনীত নিবেদন আমাকে
.................................... খ্রিঃ তারিখ হতে চাকুরীকাল ১০ (দশ) বছর পূর্তিতে উচ্চতর গ্রেড মঞ্জুর করতে মর্জি হয়।
বিনীত নিবেদক
....................................
সহকারী শিক্ষক
.................................... সরকারি প্রাথমিক বিদ্যালয়
(উপজেলা),(জেলা)
মোবাইল নং-
No comments
Thanks for your comment.