Various Events

গরম বাড়ছে কেন ?

 


গরম
বাড়ছে কেন
?

কার্বন ডাই-অক্সাইড এর জন্য।



পরিবেশ খারাপ কেন ?

কার্বন ডাই-অক্সাইড এর জন্য।



সমুদ্রে পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে কেন ?

কার্বন ডাই-অক্সাইড এর জন্য।



চাইলে সম্ভব কার্বন ডাই অক্সাইড কে কাজে লাগানো।



নাম জানা সম্ভব হয়নি আমেরিকার কোনো একটি গবেষক দল জানিয়েছে বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড সংগ্রহ করে এই কার্বন ডাই অক্সাইড থেকে জ্বালানি তৈরি সম্ভব যা গাড়িতে ব্যবহার করা যাবে এবং বায়ুমন্ডলে কোনো প্রভাব ফেলবে না। আমরা চাই পৃথিবীর প্রতিটি রাষ্ট্রে ক্ষতিকারক কার্বন ডাই অক্সাইড থেকে তৈরি হক জ্বালানী এই জ্বালানী গাড়িতে ব্যবহার হক।



বিশ্বের সবচেয়ে বড় কার্বন ডাই অক্সাইড শোষণকারী প্ল্যান্ট ওরকা বছরে হাজার টন কার্বন ডাই অক্সাইডকে শিলায় পরিণত করবে ওরকা। আইসল্যান্ডের সংস্থা ‘‘কার্বফিক্স’’ সুইস সংস্থা ‘‘ক্লাইমওয়ার্কস’’ যৌথভাবে বিশ্বের বৃহত্তম এই কার্বন ডাই অক্সাইড শোষণকারী প্ল্যান্ট তৈরি করেছে। জলবায়ু পরিবেশ এর কথা চিন্তা করে কার্বন ডাই অক্সাইড কাজে লাগানো পৃথিবীর প্রতিটি দেশের প্রতিটি সরকার এর কাছে দাবি।

No comments

Thanks for your comment.