Various Events

পৃথিবীতে এমন অনেক স্থান আছে যেখানে বৈধ ভাবে গাঁজা বিক্রি করা হয় এক্ষেত্রে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে রয়েছে অনেক শর্ত।

 

পৃথিবীতে এমন অনেক স্থান আছে যেখানে বৈধ ভাবে গাঁজা বিক্রি করা হয় এক্ষেত্রে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে রয়েছে অনেক শর্ত।




বিশেষ দ্রষ্টব্য: আমাদের উদ্দেশ্য কোন মাদককে প্রমোট করা নয়।



আমেরিকায় বৈধ ভাবে উইড (গাঁজা) বিক্রয় এর শর্ত গুলো জানিঃ



) যে প্রতিষ্ঠান বিক্রয় করবেন তার সরকারি লাইসেন্স থাকতে হবে।



) নির্দিষ্ট কিছু ক্রেতা বাদে সকল ক্রেতার কাছে এটি বিক্রয় করা করা অন্যায়। নির্দিষ্ট ব্যক্তির কাছে বিক্রয় বলতে যাদের ডাক্তার এর অনুমতি আছে।



) ক্রেতা যতটুকু প্রাপ্য তার বেশি তাকে না দেওয়া।



) এটি যেখানে সেখানে সাথে করে নিয়ে যাওয়া অন্যায় বলে গণ্য হতে পারে। তাই যেখানে বিক্রয় করা হবে সেখানে সেবন এর ব্যবস্থা থাকতে হবে।



) উপরের আলোচিত চারটি আইন বিক্রয়কারীদের প্যাকেট লিখা থাকতে হবে।



গাঁজার উপকারিতা :



উইড (গাঁজা) এটি একটি ঔষুধি গুণসম্পন্ন উদ্ভিদ কিন্তু মানুষ এটি পুড়িয়ে সেবন করে। এটি ওষুধ হিসেবে সেবন করলে অনেক উপকার পাওয়া যায়৷



) ইউনিভার্সিটি অফ নটিংহ্যামের একটি গবেষণায় জানা যায় এর মধ্যে রয়েছে স্ট্রোকের ঝুঁকি কমানোর ক্ষমতা।



) যুক্তরাষ্ট্র এজেন্সি অফ ড্রাগ এর একটি গবেষণা অনুযায়ী জানা যায় কেমোথেরাপির অনেক ধরনের ক্ষতিকর দিক রয়েছে যা নির্দষ্ট পরিয়ান গাঁজা সেবন করলে তা অনেক খানি কমে।



) এটি পুড়িয়ে পান করা মোটেও ভালো নয় কিন্তু এটি দিয়ে যদি বিয়ার ড্রিঙ্কস তৈরি হয় সেটা পরিমিত সেবন করা ভালো।



বিঃদ্রঃ গাঁজা ওষুধী গুণ সম্পন্ন উদ্ভিদ কিন্তু মানুষ এটা পুড়িয়ে পান করে, লিমিট ছাড়া পান করে তাই মাদক এর তালিকায় এটি বেশ পরিচিত অথচ দেখুন কিছু বিদেশি কোম্পানি আছে যারা গাঁজা থেকে ড্রিঙ্কস তৌরি করছে যা গাঁজা পুড়িয়ে সেবন এর মত নেশাদায়ক নয় এতে কিছুটা হলেও রাষ্ট্রের স্বাস্থ্য ঝুঁকি কমানো সম্ভব তাই আমাদের ইতিবাচক চিন্তা এবং সৃজনশীলতা রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ।

No comments

Thanks for your comment.