সবকিছু বিবর্তনবাদ নয় - উইলিয়াম এন্দ্রীয়
সবকিছু বিবর্তনবাদ নয় - উইলিয়াম এন্দ্রীয়
একই প্রজাতির প্রাণী-উদ্ভিদ থাকা অবস্থায় তার মত করে যদি নতুন কোনো প্রানী উদ্ভিদ এর হঠাৎ আবির্ভাব হয় অথবা দেখা যায় সেটা বিবর্তনবাদ নয়। আমি নিজেই অনেক উদ্ভিদ এর হঠাৎ আবির্ভাব হতে দেখেছি যে উদ্ভিদ আমার পূর্বপুরুষরা দেখেনি। এর সাথে অন্য উদ্ভিদের সাথে কিছুটা মিল ছিলো, এদের পরিমাণ ও খুব কম।
তাই বলে কি বিবর্তনবাদ মিথ্যা ?
বিবর্তনবাদ একদম মিথ্যাও নয় কোনো কারণে যদি আমাদের চেনা প্রাণী উদ্ভিদ এর মধ্যে হঠাৎ পরিবর্তন দেখেন সেটাকে বিবর্তনবাদ বলতে পারেন।
বিবর্তনবাদ সম্পূর্ণ ভাবে মিথ্যা নয়। GTGB (এটি একটি গবেষক গোষ্ঠি) এর একটি গবেষণা মশা নিয়ে গবেষণা চালানো হয়। তারা মশার আকৃতি কিছুটা পরিবর্তনে সক্ষম হয়েছে এটাই বিবর্তন। এই গবেষণা থেকে একটা বিষয় পরিষ্কার যে সকল প্রাণী উদ্ভিদ এর ক্ষেত্রে বিবর্তন ঘটেছে তারা খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে। মনে করুন আমার বংশপরম্পরাক্রমে আমার শরীরে বড় বড় পশম। আমি আধুনিক বিজ্ঞান এর সাহায্য নিয়ে চিরতরের জন্য দেহের পশম দূর করলাম, খুব উন্নত চিকিৎসার সাহায্য নিলাম এটা প্রকৃতির কাছে কঠিন পরিস্থিতি।
কঠিন পরিস্থিতি ছাড়া কি বিবর্তনবাদ সম্ভব নয় ?
প্রাণী-উদ্ভিদ এর বিবর্তন মানে কঠিন পরিস্থিতি।
সব থেকে ভালো উদাহরণ বনসাই গাছ। একটি বৃহৎ প্রজাতির গাছের নমুনা কে ক্ষুদ্র ও বয়সী গাছে রুপ দেওয়ানোর চেষ্টা করা। এটাও একটা কঠিন পরিস্থিতি। GTGB এর গবেষণা মতে সকল বিবর্তনবাদ হয়েছে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে।
No comments
Thanks for your comment.