লাইব্রেরি আইন কেন জরুরি ?
লাইব্রেরি আইন কেন জরুরি ?
লাইব্রেরির সিল যুক্ত বই কোথাও বিক্রি করা, নিজের কাছে রাখা এসব বিষয় নিয়ে আইন প্রণয়ন খুব জরুরি।
এক জন মানুষ অল্প অল্প করে অনেক কষ্টে করে যখন একটি লাইব্রেরি তৌরি করলেন সকলের মঙ্গল এর কথা চিন্তা করেই করেন। কিছু অসৎ লোকেরা এসে যখন ঐ লাইব্রেরির বইগুলো বিক্রি করতে যায় পুরাতন বই বিক্রির দোকানে, বিষয়টি কতটা কষ্টদায়ক হতে পারে ?
ঢাকা-মিরপুর,কাজিপাড়ার মসজিদুল আকসা রোড এর কোনো একটি স্থানে সুমন স্মৃতি পাঠাগার নামক একটি লাইব্রেরি স্থাপন করা হয়েছিল। প্রতিষ্ঠাতার নাম অনুসারে লাইব্রেরির নাম রাখা হয়েছিল সুমন স্মৃতি পাঠাগার । তিনি বহু কষ্টে করে অর্থ সংগ্রহ করেছিলেন লাইব্রেরি জন্য। লাইব্রেরির কার্যক্রম কর্মসূচী প্রায় শেষ লাইব্রেরির প্রথম দিন হবে তার আগে তিনি পরলোক গমন করেন। এই লাইব্রেরিতে অনেক গরিব বাচ্চারা ফ্রিতে পড়াশোনা করেছে ফ্রিতে কম্পিউটার শিখেছে এলাকায় ভালো কিছুর সূচনা হতে যাচ্ছিল ঠিক ঐ সময় গুলোতে লাইব্রেরি থেকে অনেক বই হারাতে থাকে। শেষ পর্যন্ত এত কষ্টের টাকায় কেনা বইগুলোকে পাওয়া যায় পুরাতন বই ক্রয়-বিক্রয় এর দোকান থেকে। প্রতিটি বইতে লাইব্রেরির সিল পাওয়া যায়।
লাইব্রেরি প্রতিষ্ঠাতার হঠাৎ মারা যাওয়া, মাসিক ঘর ভাড়া, রাজনৈতিক বিদ্ধেষ, গ্রুপ থেকে অনেকের চলে যাওয়া, সাহসের অভাব সব মিলিয়ে লাইব্রেরিটি বন্ধ হয়ে যায়।
এই আইন গুলো কঠোর ভাবে বাস্তবায়ন হলে পুরাতন বই বিক্রেতারা বই কিনে নেওয়ার আগে দশ বার চিন্তা করবে। যারা বই বাসায় নিয়ে যাবেন তারা নির্দিষ্ট সময় শেষে বই ফেরত দিতে বাধ্য থাকিবে। প্রতিটি লাইব্রেরিতে এই আইন চলমান থাকুক।
No comments
Thanks for your comment.