মানুষ এর সমুদ্র থেকে পশু-পাখি প্রাণীদের বিলুপ্তি ঘটছে প্রয়োজন সুন্দর মন সুন্দর উদ্যোগ। আজকের বিষয় পশুপাখি নিয়ে।
মানুষ এর সমুদ্র থেকে পশু-পাখি প্রাণীদের বিলুপ্তি ঘটছে প্রয়োজন সুন্দর মন সুন্দর উদ্যোগ। আজকের বিষয় পশুপাখি নিয়ে।
অনেকে সরকারি বৈধতা নিয়ে হক না নিয়ে হক শখের কারণে বিভিন্ন ধরনের বন্যপ্রাণী বাড়িতে পালেন যেমন : হরিণ, বিষ মুক্ত সাপ, বিভিন্ন প্রকার গিরগিটি, মানুষের মত কথা বলা না বলা সুন্দর সুন্দর পাখি ইত্যাদি। এটা সত্য এদের যত্ন করতে হয় ঠিকমতো খাবার দিতে হয়।
একুরিয়ামের মাছের পাশাপাশি শেওলা খাওয়া বিশেষ শামুক, কৎসপ পালেন অনেকে। অনেকে বাংলাদেশি পরিবার কবুতর, খরগোশ, বেড়াল ছাড়াও বিভিন্ন রকম পশু পালেন।
খুব অল্প কিছু মানুষ আছে যারা লাভের কথা চিন্তা না করে পাখির ঝাঁক দেখলে খেতে দেন। গ্রামে খোলামেলা জায়গায় পাখির ঝাঁক দেখলে তাদের খেতে দেন। ঢাকা শহরে প্রচুর চড়ুই পাখিটাই বেশি দেখা যায় যে পাখি মানুষের দালান-কোঠার গর্তে পেলে থাকতে পছন্দ করে।
ইদুর ভালোবাসে এমন কোনো ব্যক্তি খুজে পাওয়া দুষ্কর SA Timir Htoo Lay"এক জন ব্যক্তির ব্যাপারে জানা যায় যিনি অনেক যত্ন করে ইদুড় পালেন।
ঢাকা কৃষি বিদ্যালয় এর আশেপাশে কমরাঙ্গার অনেক গাছ ছিলো দৈনিক টিয়ে পাখির সুন্দর উৎপাত দেখা যেত।
২০১২ সালের National Geographic Chanel এর একটি অনুষ্ঠানে দেখা যায় যে এক ব্যক্তি তার বহু তলা ভবনের আছে । সেই ভবনের ছাদের পুড়ো অংশ জুড়ে বাগান করেন হঠাৎ একদি সেই বাগানে হামিং বার্ড দেখতে পেয়ে ছিলেন এবং তা ভিডিও করে রেখেছিলেন।
পশুপাখি জীবজন্তু ওদের ও এই পৃথিবীতে বাঁচবার অধিকার আছে তাদের ও সুযোগ করে দেওয়া উচিত।
No comments
Thanks for your comment.