Various Events

সারাজীবন সার্ভিসিং ফ্রী পাবেনঃ

 


সারাজীবন
সার্ভিসিং ফ্রী পাবেনঃ



রায়ান একটি বাংলাদেশি প্রতিষ্ঠান যেখানে একবার কম্পিউটার, ল্যাপটপ ক্রয় করলে সারা জীবন সার্ভিসিং ফ্রি দিবে।



বুকভরা আক্ষেপ-কষ্ট নিয়ে কিছু কথাঃ

৭০% ব্যাবসায়ী সেবার থেকে টাকাটা ভালো চিনে। কিছু কম্পিউটার সার্ভিসিং ব্যাবসায়ী আছেন তাদের কাছে একবার যাওয়া মানে ভবিষ্যতে বারবার তাদের কাছে যাওয়া। তার মধ্যে যদি ভিতরের কিছু পার্টস পরিবর্তন হয় তাহলে শান্তি কোথায় ?



এই দুশ্চিন্তা থেকে মুক্তি দিতে আপনাকে ভালো কিছু উপায় বলবো, রায়ান এর ব্যাপারে সব বলবো

তাই ধৈর্য্য ধরে পুরো লেখা পড়ুন আশা করি উপকৃত হবেন।



জীবনে যদি কখনো ভালো কিছু চান তাহলে সেকেন্ড হ্যান্ড এন্ড্রোয়েড, কম্পিউটার, ল্যাপটপ ক্রয় করা থেকে দূরে থাকুন।



) সব সেকেন্ডহ্যান্ড জিনিস কতদিন ব্যাবহার করবেন নিশ্চিতা নেই।



) যে দাম দিয়ে ক্রয় করবেন প্রকৃতপক্ষে এটি তার থেকেও কম হতে পারে ব্যবহারের উপর নির্ভর।



) কতবার সার্ভিসং করানো হয়েছে আপনি বুঝেতে সক্ষম হবেনতো ?



) ১০,০০০ টাকার চায়না সেকেন্ডহ্যান্ড আইফোন এর থেকে দেশী ,০০০ টাকায় ২০২০ সালের ওয়ালটন এন্ড্রোয়েড অনেক ভালো।



আমার দৃঢ় বিশ্বাস এই লেখা-লিখি সেই দিন মানুষ এর কাছে মূল্যবান মনে হবে যেদিন সবাই সেকেন্ডহ্যান্ড নাম শুনলে মানুষ দূরে থাকবে, এমন দিন যে কবে আসবে!



অনেক উপদেশ দিলাম এবার আমি রায়ান সম্পর্কে খুলে বলি। রায়ান এর উপর আমার আস্থা আজ থেকে নয়। ঢাকা মিরপুর আবহাওয়া অফিস সংলগ্ন আই ডিবি ভবন নাম বললেই সবাই দেখিয়ে দিবে। যাই হক আমি আই ডিবি ভবন এর পরিচিত দিতে চাচ্ছি না তাহলে লেখা অনেক বড় হবে। রায়ান অন্যান্য কম্পিউটার ব্যাবসায়ীদের মত একটি প্রতিষ্ঠান তাবে তাদের থেকে কম্পিউটার, ল্যাপটপ এর সার্ভিসং সব সময় ফ্রি পাবেন। গ্রাফিক্সের সফটওয়ার গুলো, অটোক্যাড, উইন্ডোজ ফ্রি তে ইনিস্টল করতে পাবেন যা অন্যান্যরা দিয়ে থাকে। সার্ভিসং ঝামেলায় যদি কখনো শুধু হার্ডডিক্স বা কোনো পার্টস এর দরকার হয় তখন তারা শুধু হার্ডডিক্স বা পার্টস এর দাম নিবে আবার আপনি ব্যাবস্থা করে দিবেন তাহলে খরচ লাগবে না। যা অন্যান্য জায়গায় এই সুবিধা কম পাওয়া যায়। আমার টুকিটাকি মাঝেসাঝে অনেক ঝামেলা হয় রায়ান না থাকলে আমার পকেট থেকে যে কত টাকা যেতো !!! ((( ধন্যবাদ )))

No comments

Thanks for your comment.