Various Events

গার্লফ্রেন্ডের কাছে শেষ চিঠি




গার্লফ্রেন্ডের কাছে শেষ চিঠি ঃ

 ১) তোমার স্বামী দেখতে শুনতে ভালো। খুব ভক্তি করিও তাকে খুব ভালোবেসা দিও । আমি যদি বিষ খেয়ে বিষ হজম করতে পারি  তুমি ও তার সকল প্রকার নীতিবাচক দিক হজম করিও। যদি কোনো দিন আমার প্রতি সামান্য দয়া হয় কথাটা রাখবে। পুরুষ মানুষ খেজুর গাছ এর মত মাটি ভেজা না থাকলেও ফল দেয় আর স্বামী কতটা মূল্যবান যার স্বামী নেই সে বুঝে। 


২) তোমার শশুর-শাশুড়ি কে প্রচন্ড ভালোবাসবে দরকারে তাদের শরীরে হাড়ে তোমাকে আশীর্বাদ করবে। 


৩) মন অনেক কিছুই চায় কিন্তু মনের সব কথা শুনতে নেই যেটা করলে ভালো হবে সেটাই শুধু প্রাধান্য দিও। 


৪) প্রতিষ্ঠিত হও দশ জন মানুষ কে সাহায্য কর দুনিয়ায় আখেরাত উভয়টা পাবে। আল্লাহ বেশি কিছু চায় না সত্যি কথা বলা, মানুষকে ভালোবাসা, মনবতা, ভালো মন্দ বেছে চলা, মন থেকে তার শুকরিয়া আদায় করা ইত্যাদি আল্লাহ চায়। যারা বলে আল্লাহ, বেহেশত পেতে প্রচুর সাধনা কারা লাগে তারা ভূল ও বানোয়াট। 

প্রতিদিন ভালো কাজ করবে এবং আল্লাহর শুকরিয়া আদায় করবে আজকের দিন ফিরে পাবে না, মানুষ আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাবিত হয়।


৫) এই মূল্যবান বাক্য গুলো ডাইরিতে লিখে রেখো।


No comments

Thanks for your comment.