Various Events

মানুষ ব্যবসা-বাণিজ্য করে কিন্তু আকর্ষণী লোগো ব্যবহার করে কত জন ?

 




মানুষ ব্যবসা-বাণিজ্য করে কিন্তু আকর্ষণী লোগো ব্যবহার করে কত জন



লোগো এক ধরনের পরিচিতি চিহ্ন, ক্ষুদ্র নকশা, বা প্রতীক যা একটি কম্পানি-ব্যবসা-প্রতিষ্ঠান-গোষ্ঠীর পরিচিত বৃদ্ধিতে সহায়তা করে। 



আরো সহজ করে বলতে গেলে বাংলালিঙ্ক, গ্রামীণ, টেলিটক, বিকাশ, নগদ, ইউক্যাস, প্রাণ, অলেম্পিক, টিভি চ্যানেল প্রত্যেকের নির্দিষ্ট চিহ্ন, ক্ষুদ্র নকশা, বা প্রতীক আছে যা দেখেই বলে দিতে পারেন কোনটা কোন কম্পানি



দুঃখের বিষয় হলেও সত্য বহু মানুষ আছে লোগো কি এটা জানে না অথচ তার নামে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে, ভিজিটিং কার্ড তৈরি করছেন। 



আমরা ব্যবসা কর্ম-প্রতিষ্ঠান কে খুব পবিত্র মনে করি, রিজিক এর ওসিলা মনে করি তাই ব্যবসা কর্ম-প্রতিষ্ঠান কে সৌন্দর্যদর্শন রুপ দিতে চান না



যদি কেউ লোগো তৌরি করিয়ে নিতে চান

একটি লোগো তৈরিতে সর্বনিম্ন ৫০০ টাকা হতে হাজার টাকা পর্যন্ত হয় খরচ হয় লোগো তৌরি করিয়ে নিতে চাইলে। আমরা আমাদের মত ভালো ডিজাইনের লোগো আপনাকে ৫০০ টাকায় করে দিব যদি চান আপনার ডিজাইন অনুযায়ী লোগো তৈরি হবে তাহলে খরচ একটু বেশি হবে কেমন হবে তা ডিজাইন এর উপর নির্ভর করবে। 



আমরা চাই ছোট বড় সকল ব্যবসা, কর্ম-প্রতিষ্ঠান, উদ্যোগতাগোষ্ঠী সকলেরই আকর্ষনীয় লোগো থাকুক। ((( ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য )))

No comments

Thanks for your comment.