ধর্মের বিধি-বিধান মেনে সমাজতন্ত্র চর্চা করেন কে নিষেধ করেছে ?
সমাজতান্ত্রিক নাস্তিকদের আক্ষেপ :
#আক্ষেপ_১
লক্ষ লক্ষ মানুষকে এক টাকা দুই টাকা যাকাত না দিয়ে একজন মানুষকে যাকাত দেন, তাকে বলে দান সেও যেন পরবর্তীতে যাকাত দেওয়ার জন্য প্রস্তুত থাকে।
#আক্ষেপ_২
আমিতো পরিবেশ নিয়ে সচেতন না কিভাবে আমার আপনার নাতিপুতিরা সুন্দর পৃথিবী পাবে ?
#আক্ষেপ_৩
মাসে মাসে কত টাকা নষ্ট করে গরিবদের জন্য ৫% এবং ধর্মের জন্য ৫% খরচ করলে বিশাল লোকসান হয়ে যাবে ? হায়রে মানুষ!
#আক্ষেপ_৪
রাশিয়া কিউবা,র কমিউনিস্টরা সমাজের জন্য অনেক ভালো কাজ করে কিন্তু তারা পরকালে প্রফিট খোঁজে না ঐসকল কমিউনিস্টদের অনেকে নাস্তিক বলে গালি দেয়, যারাই ঐসকল কমিউনিস্টদের গালি দেয় এদের মধ্যে কয়জন জান্নাতের উদ্দেশ্যে সমাজের জন্য ভালো কাজ করে ? আমার জীবনে আমি অনেক মুসলমান-খ্রিস্টান দেখেছি যারা নিজের নামের জন্য সমাজের জন্য ভালো কাজ করে যদিও কিতাব গুলো এই শিক্ষা দেয় না। ইহকাল এবং পরকাল দুটোর ব্যালেন্স ঠিক রাখতে হবে এই দুটোর ব্যালেন্স ঠিক নাই পৃথিবীর অসংখ্য মানুষের মধ্যে।
#আক্ষেপ_৫
আক্ষেপ ১-৪ মত হাজারো আক্ষেপ মানুষের মনের মধ্যে জমা থাকতেই পারে তাদের সাথে খারাপ ব্যবহার না করে সমাধানে আসা উচিত যেটা সবাই করে না।
#আক্ষেপ_৬
প্রচুর এবাদত করে কি লাভ ? সামান্য মানুষকে কষ্ট দেওয়ার কারণে যদি জাহান্নামে যাওয়া লাগে। জীবনে অনেক নামাজ পড়লাম কিন্তু পাওনা ঋণ পরিশোধ না করেই মারা গেলাম আল্লাহর সাথে আমার সম্পর্ক এবং মানুষের সাথে আমার সম্পর্ক দুইটা দুই জিনিস ভাই এটা সবাই বোঝে না। আমরা জীবনকে সুন্দর ভাবে উপভোগ করতে পারছিনা, আমাদের আনন্দ চিত্তবিনোদন এর খুব অভাব (কেউ আবার মনে ভেবে নিয়েন না যে আমেরিকানদের মত লাইফ ইনজয় করার কথা আমি বলছি)।
No comments
Thanks for your comment.