টেলিগ্রাম কেন ব্যবহার করবেন ?
ইমু, হোয়াটসঅ্যাপ এর থেকে টেলিগ্রাম অনেক বেশি নিরাপদ।
১) সিকিউরিটি অনেক ভালো।
২) পাসওয়ার্ড সিস্টেম করা যায়।
৩) প্রথম প্রথম হ্যাকাররা নিরাপত্তা রক্ষার জন্য ব্যবহার করলেও বর্তমানে অসংখ্য অফিসিয়াল কাজে জনপ্রিয়তা পেয়েছে।
৪) ছবি পাঠালে অন্তত ছবি ফাটে না।
৫) গ্রুপ সিস্টেম আপনার ডাটা সংরক্ষণ করতে পারেন।
৬) আপনি কারো সাথে কথা বললে সেটাও ইনক্রিপ্ট হয়।
৭) ইমু-হোয়াটসঅ্যাপ এর মত একাউন্ট খোলাও সহজ।
৮) ফোন নাম্বার,অনলাইনে আছেন কি নেই, প্রফাইল এর ছবি, গ্রুপ, হাইড করতে পারবেন।
৯) টেলিগ্রাম আইডি কোন কোন ডিভাইস এ আগে ব্যবহার হয়েছে জানা যায়।
১০) ফোল্ডার তৌরি করতে পারবেন।
১১) একই নামের অনেক মানুষ থাকলে ইউজার নেম সেট করতে পারেন।
১২) ভাষার সেটিংস এর ও কাজ করতে পারন।
১৩) প্রক্সি সার্ভার ব্যবহার করতে পারবেন।
১৪) সাধারণ ডিজাইন।
১৫) QR সিস্টেম আছে।
১৬) যে ডিভাইস এ ব্যবহার করছেন ঐ ডিভাইসে কত দিন ব্যবহার করেছেন তা জানা যায়।
No comments
Thanks for your comment.